নেত্রকোনায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন
নেত্রকোনায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ ২০২১-এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
নেত্রকোনা জেলা শহরের বারহাট্টা রোডস্থ সদর এলএসডি গুদাম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে হাওরাঞ্চলের বোরো ধান কাটা ও সংগ্রহের সার্বিক চিত্র তুলে ধরেন জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরও যুক্ত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারিয়া মোস্তফা, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদা আক্তার, জেলা চাল কল মালিক সমিতির সভাপতি হাজি এইচ আর খান পাঠান সাখি, বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান খান রেজভী, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি কেশব রঞ্জন সরকার, জেলা প্রেসক্লাব সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান খানসহ বিভিন্ন মিলার ও কৃষকরা। পরে জেলা প্রশাসক খাদ্য গুদাম গেটে ফিতা কেটে কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু করেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারিয়া মোস্তফা বলেন, ‘সরকার চলতি বোরো মৌসুমে নেত্রকোনা জেলার ১০ উপজেলার সরাসরি কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ২৪৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।’