আধুনিকায়নের জন্য সাময়িক বন্ধ থাকবে বিএসআরএম স্টিলসের কারখানা
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ তাদের কারখানার উৎপাদন ক্ষমতা ছয় লাখ থেকে সাত লাখ টনে উন্নীত করতে চায়। এ ক্ষেত্রে ভারসাম্য আনয়ন, আধুনিকায়ন, পুনর্বাসন ও সম্প্রসারণে (বিএমআরই) কাজ করতে কারখানা ২০ থেকে ২৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৭১ পয়সা। আগের হিসাব বছরের এই তিন মাসে ইপিএস হয় ৫১ পয়সা।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এ হিসাব বছরে এর সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১২৩ কোটি ৯২ লাখ ২০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) তিন টাকা ৬৩ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২৫ টাকা ৩৪ পয়সা।
২০১৩ সালের জন্যও কোম্পানির পক্ষ থেকে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছে। ওই হিসাব বছরে এর কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৩৯ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকা, ইপিএস চার টাকা আট পয়সা ও শেয়ারপ্রতি এনএভি ২১ টাকা ৭৫ পয়সা।
২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ ৫০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধনের পরিমাণ ৩৪১ কোটি ৭৮ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৫২৪ কোটি ৪৪ লাখ টাকা।
এ কোম্পানির মোট শেয়ারসংখ্যা ৩৪ কোটি ১৭ লাখ ৭৫ হাজার। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৭০ দশমিক ৮৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৫ দশমিক ৪১, বিদেশি বিনিয়োগকারী দশমিক ৩৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৩ দশমিক ৩৭ শতাংশ।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৮৭ টাকা ৫০ পয়সা ও সর্বোচ্চ ৯৪ টাকা ৯০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এর দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১৪ দশমিক শূন্য ৯।