তিনটি মডেলের উৎপাদন বন্ধ করল বাজাজ
মোটরসাইকেল নির্মাতা জনপ্রিয় ভারতীয় প্রতিষ্ঠান বাজাজ অটোমোবাইলস তাদের তিনটি মডেলের মোটরসাইকেলের উৎপাদন বন্ধ করে দিয়েছে।
এই তিনটি মডেল মোটরসাইকেল তারা তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকেও সরিয়ে নিয়েছে। মডেল তিনটি হচ্ছে ডিসকভার ১০০, ১০০ এম এবং ১২৫ এম। এ খবর জানিয়েছে এনডিটিভি অটো।
ফলে এখন বাজাজের ডিসকভার মডেলের যেসব মোটরসাইকেল বাজারে পাওয়া যাবে সেগুলো হলো ডিসকভার ১২৫, ১৫০ এস এবং ১২৫ এফ। ১০০ সিসির কোনো ডিসকভার মোটরসাইকেল আর উৎপাদন করবে না বাজাজ। তবে ১০০ সিসির মোটরসাইকেল কিনতে চাইলে ‘প্লাটিনা’ বা ‘সিটি-১০০’ মডেলের বাইক কিনতে পারবেন ক্রেতারা।
বন্ধ হয়ে যাওয়া ডিসকভার ১০০ এবং ১০০ এম মডেলের মোটরসাইকেলগুলোতে ছিল ৯৪.৩ সিসি ৪-ভাল্ভ ডিটিএস-আই প্রযুক্তির ইঞ্জিন। দীর্ঘপথের জন্য বেশ আরামদায়ক ছিল বাজাজের এই বাইকগুলো। সে কারণে বেশ জনপ্রিয় হয়েছিল বাইক দুটি।
ডিসকভার ১০০ সিসি বাইক উৎপাদন বন্ধের পেছনে কী কারণ থাকতে পারে সেটি এখনো পরিষ্কারভাবে জানায়নি বাজাজ।
তবে বিশ্লেষকরা বলছেন, হয়তো পুরোনো মডেলগুলো বন্ধ করে দিয়ে নতুন কোনো মডেল বাজারে নিয়ে আসতে চাইছে বাজাজ, যা ১০০ বা ১২৫ সিসির বাইকের যে চাহিদা সেটি পূরণ করবে।