লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদর (পূর্ব) বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব শরীফা আহমেদ স্বাক্ষরিত এক আদেশে তাঁকে বরখাস্ত করা হয়।
আজ রোববার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুজ্জামান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চুকে সাময়িক বরখাস্তের আদেশ জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌঁছেছে।
সূত্র জানায়, নোয়াখালীর একটি জোড়া খুন মামলাসহ বিভিন্ন ঘটনায় একাধিক মামলায় চেয়ারম্যান বাচ্চুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র গৃহীত হয়। এতে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরখাস্তের আদেশ জারি করে।
আদেশে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) মোতাবেক সাময়িকভাবে আনোয়ার হোসেন বাচ্চুকে সাময়িক বরখাস্ত করা হলো।