উৎপাদন সক্ষমতা বাড়াবে ফার ইস্ট নিটিং
ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ তাদের কারখানা থেকে প্রতি মাসে ১০ লাখ টি-শার্ট উৎপাদন করার সিদ্ধান্ত নিয়েছে। এ ক্ষেত্রে কারখানার উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে। মোট খরচ হবে ২৬ কোটি টাকা।
২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানির পর্ষদ ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা দিয়েছে। এ ছাড়া কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি থেকে ৩০০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসব বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন পেতে আগামী ২৩ ডিসেম্বর বেলা ১১টায় গাজীপুরের চন্দ্রায় কারখানা প্রাঙ্গণে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংশ্লিষ্ট রেকর্ড ডেট ৬ ডিসেম্বর।
২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ৩৮ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২১ টাকা ৮১ পয়সা।
২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৩৩ কোটি ৪৪ লাখ টাকা। রিজার্ভ ৮৯ কোটি ৪০ লাখ টাকা।
বিনিয়োগকারীদের কাছে এ কোম্পানির মোট ১৩ কোটি ৩৪ লাখ ৩৫ হাজার ৪২০টি শেয়ার রয়েছে। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৭৮ দশমিক ৪৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২ দশমিক ১৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ১৯ দশমিক ৩৯ শতাংশ শেয়ার।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ২১ টাকা ৯০ পয়সা ও সর্বোচ্চ ২৫ টাকা ৯০ পয়সা।