চীনে মিলল চার কুসুমের ডিম
যত কাণ্ড ড্রাগনের দেশে! চার মাথার গোখরা সাপের পর এবার চীনে মিলল চার কুসুমের ডিম। দেশটির সানজি প্রদেশের জিয়ান শহরে ইয়ান নামের এক নারী পেয়েছেন ডিমটি। চীনের সংবাদমাধ্যম পিপল ডটসিএনে প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, ইয়ান তাঁর পরিবারের জন্য রাতের খাবার তৈরির সময় ডিমটির অস্বাভাবিক আকার দেখে অবাক হন। তাঁর বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেকে ডেকে ডিমটি দেখালে সে ডিমটি মেপে দেখতে পায় এটি দুই দশমিক ৩ ইঞ্চি। পরে ডিম ভেঙে সেখানে চারটি কুসুম দেখতে পান তাঁরা।
ইয়ান জানান, সাধারণ ডিমের চেয়ে প্রায় তিন গুণ বড় এবং প্রায় চার আউন্স ওজনের ওই ডিমে ছিল চারটি কুসুম। এর আগে চলতি আগস্ট মাসে ইংল্যান্ডের নিউক্যাসেলের গ্লুকেস্টার শহরে মিলেছিল চার কুসুমের আরেকটি আশ্চর্য ডিম। এর আগে ২০১০ সালে নিউক্যাসেলেই এই ধরনের একটি ডিমের খবর পাওয়া গিয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, মুরগির একটি ডিমে দুটি কুসুম পাওয়ার ঘটনা খুব কম ঘটে। ০.১ শতাংশ ক্ষেত্রে এমনটি হতে দেখা যায়। প্রতি এক হাজার ১০০ কোটি ডিমের মধ্যে একটিতে হয়তো চারটি কুসুম থাকতে পারে। এর আগে এই ধরনের প্রায় সব ডিমই পাওয়া গিয়েছিল যুক্তরাজ্যে। এবারই প্রথম চীনে চার কুসুমের ‘বিরল’ একটি ডিম পাওয়া গেল।