আসিয়ান সম্মেলন শুরু হচ্ছে কাল
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আগামীকাল বুধবার শুরু হতে যাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের ২৭তম সম্মেলন। এবারের আসরে আসিয়ান দেশগুলোর প্রধানদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা যোগ দেবেন বলে জানিয়েছে কুয়ালালামপুরভিত্তিক বার্তা সংস্থা বারনামা।
হোয়াইট হাউসের মুখপাত্র জোশ আর্নেস্ট এক বিবৃতিতে বলেন, বারাক ওবামা আসিয়ান সম্মেলনে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি শক্তিশালী, টেকসই উন্নয়নের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টা নিশ্চিত করতে সবাইকে অনুপ্রাণিত করবেন।
আসিয়ান সামিট-২০১৫ সম্মেলন ঘিরে কুয়ালালামপুর কনভেনশন সেন্টার এলাকাজুড়ে নিরাপত্তাবলয় সৃষ্টি করা হয়েছে।
এদিকে, প্যারিসে সন্ত্রাসী হামলার পর মালয়েশিয়ায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহেদ হামিদি সোমবার বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের ২৭তম শীর্ষ সম্মেলনের প্রাক্কালে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সম্মেলন শেষ হবে আগামী ২২ নভেম্বর।
এ ছাড়া মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হাশেম উদ্দিন হোসেন জানিয়েছেন, আইএস সন্ত্রাসীরা তাদের হামলার তালিকায় মালয়েশিয়ার শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত করেছে। এতে তাঁর নিজের নামও রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সত্ত্বেও মালয়েশিয়ার সন্ত্রাসবিরোধী তৎপরতা বন্ধ হবে না।