লক্ষ্মীপুরে ভূমিহীনদের মধ্যে জমির দলিল হস্তান্তর
লক্ষ্মীপুরে রায়পুরে ভূমিহীনদের মধ্যে সরকারি খাসজমির দলিল হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ দলিল হস্তান্তর করেন। এ সময় ৯২ ভূমিহীন পরিবারকে ৫০ শতাংশ করে জমির দলিল দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক (ডিসি) মো. জিল্লুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, পৌরসভার মেয়র এ বি এম জিলানী, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ বলেন, বর্তমান সরকার জনগণের দৌঁড়গোড়ায় সেবা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। সারা দেশে পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। পরিবর্তনের গতিধারায় সরকার স্বাক্ষর রেখেছে। এজন্য দেশ এগিয়ে যাচ্ছে। সেবাগ্রহীতা হিসেবে নিজেকে মনে করতে হবে। জনগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন হলে দেশ আরো এগিয়ে যাবে।
বিভাগীয় কমিশনার দলিল হস্তান্তরের আগে উপজেলা পরিষদ ও পরে থানার ভেতরে বিভিন্ন শোভা বর্ধনের কাজ পরিদর্শন করেন।