নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে কিশোর নিহত
নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ইয়াছিন (১২) নামের এক কিশোর নিহত হয়েছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১০ জন। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার কাচারিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ তিনজন হলেন রুবেল, বাহক ও সাগর। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতাটি নিশ্চিত করে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) দেব দুলাল দে জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দী গ্রামের শাহ আলম মেম্বার ও ফজলু মেম্বারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ সোমবার সন্ধ্যায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টধাওয়াসহ গুলির ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষে ছোড়া গুলি ইয়াছিনের বুকে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত হয় কমপক্ষে ১০ জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা চলছে।
রায়পুরা উপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, ‘সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনার পর পরই থানার পরিদর্শকসহ (তদন্ত) পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থলে রয়েছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।