শাল্লায় সনাতনধর্মাবলম্বীদের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ৬
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর ছয় আসামিকে আদালতে তোলা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আজ বৃহস্পতিবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারের পর দুপুরে ছয় আসামিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খালেদ মিয়ার আদালতে তোলা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে গত ১৭ মার্চ সকালে শাল্লা উপজেলার কাশিপুর, দিরাই উপজেলার নাসনি, সন্তোষপুর ও চন্ডিপুর গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসব গ্রামের কয়েক হাজার মানুষ লাঠিসোঁটা নিয়ে শাল্লার নোয়াগাঁও গ্রামে হামলা চালায়।
পরে এই হামলার ঘটনায় থানা ও আদালতে মামলা হয়েছে চারটি। শাল্লা থানায় গত ১৮ মার্চ দুটি এবং ২২ মার্চ একটি মামলা হয়। পরে গত ১ এপ্রিল আদালতে আরেকটি মামলা হয়। গত ২ মে থেকে তিনটি মামলা তদন্ত করছে ডিবি। পুলিশ এ পর্যন্ত মামলার প্রধান আসামিসহ ৬৫ জনকে গ্রেপ্তার করেছে।
ডিবি পুলিশ জানায়, ঘটনার ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে বৃহস্পতিবার সকালে শাল্লা উপজেলার কাশিপুর গ্রামের এখলাছুর রহমান ওরফে লিপন (৩২), জয়নুল বারী (৩৮) ও বীর আলম (৪৫), দিরাই উপজেলার চন্ডিপুর গ্রামের মতি মুন্সী (৬০), নাসনি গ্রামের রাকিব হোসেন (২২) ও শাহীন মিয়াকে (২৩) গ্রেপ্তার করে।