চীনের প্রতি অনুগত প্রার্থী যাচাইয়ে হংকংয়ে নতুন আইন
নির্বাচন বিধি পরিবর্তন সংক্রান্ত বিতর্কিত একটি বিল পাস করেছে হংকং। আজ বৃহস্পতিবার হংকংয়ের পার্লামেন্টে বিপুল ব্যবধানে পাস হয় বিলটি। এর ফলে এখন থেকে শুধু দেশপ্রেমিক ব্যক্তিরাই নির্বাচনে অংশ নিতে পারবেন।
সংবাদমাধ্যম এবিসি বলছে, বিলটি পাস হওয়ার মধ্যে দিয়ে হংকংয়ের যে কোনো নির্বাচনের আগে প্রার্থী কতটা চীনের প্রতি অনুগত তা খতিয়ে করে দেখা হবে।
নতুন এই আইনে হংকংয়ের জাতীয় সুরক্ষা বিভাগকে সম্ভাব্য প্রার্থীদের পারিপার্শ্বিক অবস্থা বা পটভূমি যাচাই করার ক্ষমতা দেওয়া হয়েছে এবং প্রার্থীরা ‘দেশপ্রেমিক’ কি না তা নিশ্চিত করার জন্য একটি নতুন কমিটি গঠন করা হয়েছে।
এদিকে এই আইনটিকে গণতন্ত্রের মৃত্যু বলে অ্যাখ্যা দিয়েছে বিরোধীরা। আর সমালোচকেরা বলছেন, বিরোধীদের বাইরে রাখতেই এই আইন করা হয়েছে।
আইনটির মধ্যে দিয়ে হংকংয়ে চীনের নিয়ন্ত্রণ আরও দৃঢ় হবে বলেও উল্লেখ করা হয়। সমালোচকেরা সতর্ক করে দিয়ে বলছেন, চীনের এ পদক্ষেপের অর্থ হলো যে কোনো সম্ভাব্য প্রার্থীর বিষয়ে নির্বাচনে অংশ নেওয়ার আগেই পরীক্ষা করে দেখা হবে যে তিনি চীনের প্রতি যথেষ্ট অনুগত কি না।
পার্লামেন্টে ৪০-২ ভোটে পাস হওয়া এই বিলটির বিরোধিতা খুব কম হয়েছিল, কারণ বেশিরভাগ আইনপ্রণেতাই মূলত বেইজিংপন্থি।