ভালো কাজে সরকারি অর্থ লাগে না : প্রতিমন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেছেন, ভালো কাজ করতে সরকারি অর্থ লাগে না। নিজ উদ্যোগেই সবাই মিলে ভালো কাজ করা যায়।
আজ শুক্রবার ইএসডিওর আয়োজনে ঠাকুরগাঁওয়ে সংস্থাটির প্রধান কার্যালয় চত্বরে আয়োজিত জাতীয় স্বাস্থ্যবিধি প্রচার কৌশলবিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, এ প্রজন্ম মুক্তিযুদ্ধ করতে পারবে না। কিন্তু বর্তমান প্রজন্মকে ভালো কাজ করে মুক্তিযুদ্ধ করতে হবে।
ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ফারহাদ আহমেদ, জেলা পরিষদ প্রশাসক মুহা. সাদেক কুরাইশী প্রমুখ।
সভা শেষে জেলার ২১৭ জন শিক্ষক ও কমিউনিটি ক্লিনিকের সেবাদানকারীকে ক্রেস্ট দেওয়া হয়।