ফুটবল খেলে দর্শক মাতালেন ক্রীড়া উপমন্ত্রী
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অতিথির মঞ্চ থেকে নেমে ফুটবল খেলে দর্শক মাতালেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
গতকাল শনিবার বিকেলে সাবেক সংসদ সদস্য মরহুম আলী আকবর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম মিজানুর রহমান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের জন্য মিড়ডাঙ্গী মাঠের মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমন্ত্রী জয়।
খেলার প্রথমার্ধ্বে বীরগঞ্জ খেলোয়ার কল্যাণ সমিতি ১-০ গোলে পিছিয়ে পড়লে দ্বিতীয়ার্ধে তাঁদের হয়ে খেলায় অংশ নেন উপমন্ত্রী। এ সময় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ইয়াসিন আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটাসহ হাজার হাজার দর্শক করতালি দিয়ে তাঁকে স্বাগত জানান।
খেলায় সৈয়দপুর খেলোয়ার কল্যাণ সমিতি ২-০ গোলে বীরগঞ্জ খেলোয়ার কল্যাণ সমিতিকে পরাজিত করে। পরে তাঁদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে আজ রোববার দুপুর ১২টায় ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম পরিদর্শন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।