আয়লানের নামে শরণার্থীদের জন্য নতুন দ্বীপ!
সিরিয়ার শরণার্থীদের সহায়তায় পুরো একটি দ্বীপ কিনতে যাচ্ছেন মিসরীয় ব্যবসায়ী নাগিব সাওয়িরিস। শরণার্থীরা যেন ভালোভাবে বসবাস করতে পারে এজন্য ইতালি ও গ্রিসে জমিও দেখা শুরু করেছেন তিনি।অভিবাসী ও শরণার্থীদের নিয়ে বিশ্বব্যাপী তৈরি হওয়া মানবিক সংকট দূর করতেই তিনি এই কাজ করছেন।
মার্কিন সংবাদমাধ্যম ফোর্বসকে দেওয়া এক সাক্ষাৎকারে মিসরীয় এই ধনকুবের জানান, শরণার্থী সংকট সমাধানে ভূমিকা রাখতে চান তিনি। এ ছাড়া শরণার্থীদের জন্য কেনা দ্বীপটির নাম স্রোতে ভেসে আসা তিন বছর বয়সী শিশু আয়লানের নামে রাখতে চান তিনি।
চলতি বছরের সেপ্টেম্বরে এ ঘোষণা দেওয়ার পর এখন পর্যন্ত ১৭টি দ্বীপ তালিকাভুক্ত করেছে তাঁর প্রতিষ্ঠানের কর্মীরা। হয়তো এখান থেকেই তিনি শরণার্থীদের জন্য উপযুক্ত একটি স্থান বেছে নেবেন যেখানে দুই লাখেরও বেশি মানুষ ভালোভাবে বসবাস করতে পারবে।
এ ছাড়া দ্বীপটিতে বাড়ি বানানোর জন্য অর্থ সহায়তা দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। তবে ফোর্বস জানিয়েছে, তাঁর আগেও আরো দুই ধনকুবের শরাণার্থীদের সহায়তার জন্য দ্বীপ কেনার ঘোষণা দিয়েছিলেন। তবে তাঁদের কারো ইচ্ছেই এখনো বাস্তবায়িত হয়নি।