লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ৬
লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ছয়জন। তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুর-রামগতি সড়কের করুণানগর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি লেগুনা মহসিন মোল্লা (৫২) নামের একজনকে চাপা দেয়। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত মহসিন হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালীয়া গ্রামের মৃত আবদুল গণির ছেলে।
এর আগে গতকাল রোববার রাতে রায়পুর-ঢাকা সড়কের সদর উপজেলার বটতলিতে সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত যাত্রী মমতাজ উদ্দিনকে (৫৫) নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ সময় আরো ছয় যাত্রী আহত হয়। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়েছে। নিহত মমতাজের বাড়ি সদর উপজেলা মান্দারী এলাকায়।