নরসিংদীতে আ.লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, সাবেক কাউন্সিলরসহ গুলিবিদ্ধ ২
নরসিংদীর মাধবদীতে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে পৌরসভার সাবেক কাউন্সিলরসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। মাধবদী পৌরসভার সামনে গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষ ঘটে।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন ও পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন নিয়ে গতকাল বুধবার স্থানীয় রমনী কমিউনিটি সেন্টারে মাধবদী থানা আওয়ামী লীগের কার্যকরী কমিটির মিটিং চলছিল। এ সময় মাধবদী শহর আওয়ামী লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোশারফ হোসেন উপস্থিত হন। সেখানে কেন মেয়রকে দাওয়াত দেওয়া হয়নি, এ নিয়ে উপস্থিত নেতাদের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। পরে সেখান থেকে মেয়র চলে যান। এ সময় ছাত্রলীগের সভাপতি মাসুদ মেয়র সমর্থকদের কটূক্তি করেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে।
এরই প্রতিবাদে মেয়রের প্রতিপক্ষ বলে পরিচিত পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন, তাঁর ভাই পৌরসভার সাবেক কাউন্সিলর ও থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাকারিয়া ও তাঁদের সমর্থকেরা মিছিল বের করেন। মিছিলটি পৌরসভা সংলগ্ন রাধুনী রেস্তোরাঁর সামনে এলে দুপক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করা হয়। এতে পৌরসভার সাবেক কাউন্সিলর মো. জাকারিয়া ও নূরালাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্যসচিব আবুল কালাম গুলিবিদ্ধ হন। এ ছাড়া আহত হন আরও তিনজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, মিটিংয়ে দাওয়াত দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে পৌরসভার মেয়রের সঙ্গে সাবেক কাউন্সিলর আনোয়ারসহ স্থানীয় নেতাদের কথা কাটাকাটি হয়। এর জেরে ধরেই এ ঘটনা ঘটেছে।