রংপুর বিএনপির নেতা লালমনিরহাটে আটক
চার দিন নিখোঁজ থাকার পর রংপুর মহানগর বিএনপির সভাপতি মোজাফ্ফর হোসেনকে থানায় হস্তান্তর করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ মঙ্গলবার ভোরে র্যাব-১৩-এর একটি টহল দল তাঁকে লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করে।
লালমনিরহাট সদর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম জানান, ভোর সাড়ে ৪টার দিকে রংপুর র্যাব-১৩-এর একটি টহল দল রংপুর মহানগর বিএনপির সভাপতি মোজাফ্ফর হোসেনকে থানায় জমা দেন। র্যাব জানিয়েছে, গত রাতে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় ঘোরাফেরা করার সময় র্যাবের টহল দলটি মোজাফ্ফর হোসেনকে আটক করে। পরে তাঁকে থানায় নিয়ে যান টহল দলের সদস্যরা।
এদিকে, গত ১৯ নভেম্বর ভোররাতে র্যাব পরিচয়ে রংপুর নগরীর শালবনের বাসা থেকে মোজাফ্ফর হোসেনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। এ বিষয়ে জানতে চাইলে টেলিফোনে মোজাফ্ফর হোসেনের স্ত্রী সুফিয়া হোসেন জানান, চার দিন ধরে মোজাফ্ফর হোসেনের কোনো খোঁজ পাননি তাঁরা। খবর পেয়ে আজ সকালে লালমনিরহাট সদর থানায় স্বামীর সঙ্গে দেখা করেছেন তিনি।
তবে মোজাফ্ফর হোসেনের পরিবারের অভিযোগের বিষয়ে গত কয়েক দিন র্যাবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তা সম্ভব হয়নি।
এদিকে গত রাতে অভিযান চালিয়ে রংপুর জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির তিন কর্মী ও জামায়াতের চার কর্মীসহ ৭১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।