মাত্র ১৫ বছর বয়স থেকে সমাজের নানা বিষয়ে ভিডিও কনটেন্ট নির্মাণ করে থাকেন রাবা খান। তাঁর ‘দ্য ঝাকানাকা প্রজেক্ট’ বিখ্যাত মার্কিন ম্যাগাজিন ফোর্বসের এশিয়ার ৩০ বছরের কম বয়সী উদ্যোক্তা ও সমাজ পরিবর্তনকারীর (চেঞ্জমেকার) তালিকায় উঠে এসেছিল গেল বছর। অন্তর্জালেও তুমুল জনপ্রিয় এই তরুণী। ফেসবুকে তাঁর অনুসারী ১১ লাখ। চলুন সেখান থেকে দেখে নেওয়া যাক তাঁর কিছু স্থিরচিত্র। ছবি : ফেসবুক থেকে