কুর্দিপন্থি রাজনৈতিক দল নিষিদ্ধ করছে তুরস্ক
নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) গেরিলাদের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে কুর্দিপন্থি পিপলস ডেমোক্রেটিক পার্টিকে (এইচডিপি) নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছেন তুরস্কের উচ্চ আদালত।
সোমবার সাংবিধানিক আদালত তুরস্কের শীর্ষ পর্যায়ের কৌঁসুলির দায়ের করা অভিযোগপত্র গ্রহণ করেছেন। তবে দলটির তহবিল জব্দের জন্য ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার অনুরোধ প্রত্যাখ্যান করেছেন আদালত। খবর রয়টার্সের।
এদিকে তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, তুর্কি আপিল আদালতের বিচারকেরা সর্বসম্মতিক্রমে অভিযোগপত্রটি গ্রহণ করেন। এখন এইচডিপিকে নিজের পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপনের সুযোগ দেওয়া হবে।
চলতি মাসের প্রথম দিকে তুর্কি কৌঁসুলিরা এইচডিপিকে নিষিদ্ধ করার জন্য সাংবিধানিক আদালতে আরজি পেশ করেন।
এদিকে পিকেকে গেরিলাদের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ নাকচ করেছে এইচডিপি। এইচডিপি দেশটির পার্লামেন্টের তৃতীয় বৃহত্তম দল। দলটির হাজার হাজার নেতাকর্মী রয়েছেন।
দলের শীর্ষ নেতা মিহাত সানসার বলেছেন, তারা দৃঢ়ভাবে এ মামলা মোকাবিলা করবেন যার কোনও আইনি ভিত্তি নেই। আদালতের এ পদক্ষেপকে তিনি ‘বিপর্যয়কর’ বলে মন্তব্য করেন।