আর্থিক সেবায় নতুন অঙ্গপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করছে ট্রাস্ট ব্যাংক
শেয়ারবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ আর্থিক সেবা খাতে ব্যবসা সম্প্রসারণে ট্রাস্ট অ্যাক্সাইটা ডিজিটাল লিমিটেড নামে নতুন অঙ্গপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন দিয়েছে। এ প্রতিষ্ঠানে ব্যাংকটির ৫১ শতাংশ মালিকানা থাকবে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিভিন্ন নিয়ন্ত্রণকারী সংস্থার অনুমোদনসাপেক্ষে এই অঙ্গপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবে ট্রাস্ট ব্যাংক।
প্রস্তাবিত এই অঙ্গপ্রতিষ্ঠান মোবাইলভিত্তিক আর্থিক সেবা, কার্ড পরিচালনা, লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা, অর্থ পরিশোধব্যবস্থা ও এজেন্ট ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করবে।
ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১২৯ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৯ টাকা ৮৫ পয়সা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) তিন টাকা ৫ পয়সা।
গত এক মাসের মধ্যে ট্রাস্ট ব্যাংকের শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ২১ টাকা ৮০ পয়সা ও সর্বোচ্চ ২৩ টাকা ৪০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এর দাম-আয় অনুপাত (পিই রেশিও) ৫ দশমিক ৭৭।