লন্ডনে লকডাউনবিরোধী বিক্ষোভ, আটক তিন
যুক্তরাজ্যের লন্ডনে হাজারও মানুষ লকডাউনবিরোধী বিক্ষোভ করেছে। গতকাল শনিবার মধ্য লন্ডনে এ বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ মিছিল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। খবর দ্য গার্ডিয়ানের।
বিক্ষোভকারীরা এ সময় প্রধানমন্ত্রীর ডাউনিং স্ট্রিটের বাসভবন ও পার্লামেন্ট ভবনে টেনিসবল নিক্ষেপ করে। ইংল্যান্ডে ২১ জুন থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার কথা ছিল, তবে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় এই ঘোষণা কমপক্ষে চার সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়।
এদিন মাস্ক না পরে হাজার হাজার বিক্ষোভকারী অ্যান্টি-লকডাউন ও অ্যান্টি-ভ্যাকসিন প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে অংশ নেয়।
বিক্ষোভকারীরা হাইডপার্ক থেকে অক্সফোর্ড স্ট্রিট হয়ে পার্লামেন্ট ভবনের দিকে মিছিল করে, তারা পতাকা বহন করে, শিস দিয়ে চিৎকার করে অবিলম্বে বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানায়।
ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিম উপকূলের ডেভন থেকে বিক্ষোভে অংশ নেওয়া আইইন ম্যাককাসল্যান্ড বলেন, ‘এই বিক্ষোভে আমার অংশ নেওয়ার প্রধান কারণ, লকডাউনে আমার স্বাধীনতা ও অধিকার হরণ করা হচ্ছে।’ তিনি বলেন, ‘আমাদের সমবেত হওয়া, ভ্রমণ এবং কাজ করার স্বাধীনতা আছে, বিধিনিষেধ এসব অধিকার হরণ করছে, আমি সত্যিই সরকারের ওপর বেশ ক্ষুব্ধ; এ জন্য সবাই এখানে এসেছে।’