আর্থিকভাবে স্থিতাবস্থায় ডেল্টা লাইফ : ইসিআরএল
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ঋণমানে ‘এএএ’ হিসেবে বিবেচিত হয়েছে। অর্থাৎ কোম্পানিটি আর্থিকভাবে স্থিতাবস্থায় রয়েছে। কোম্পানিটির ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি বছরের নয় মাসের আর্থিক তথ্য ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগের বছর দিয়েছে ১১ শতাংশ নগদ ও ২৫ শতাংশ বোনাস।
কোম্পানিটি ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১২৩ কোটি ৮০ লাখ টাকা।
বিনিয়োগকারীদের কাছে এ কোম্পানির মোট শেয়ার রয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৪৩ দশমিক ৬৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১২ দশমিক ৭৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪৩ দশিমক ৫৭ শতাংশ।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৮২ টাকা ও সর্বোচ্চ ১০২ টাকা ২০ পয়সা।