বদলি পরীক্ষা, ১৯ পরীক্ষার্থী বহিষ্কার
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষা চলাকালে গাইবান্ধার সুন্দরগঞ্জের দুই কেন্দ্র থেকে ১৯ জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে
আজ বৃহস্পতিবার সুন্দরগঞ্জ উপজেলার বাজারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ওই ১৯ জনকে বহিষ্কার করা হয়।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, বহিষ্কার করা ১৯ জন প্রকৃত পরীক্ষার্থীদের বদলি পরীক্ষায় অংশ নেয়। বিষয়টি বুঝতে পেরে তাদের বহিষ্কার করা হয়েছে।
সুন্দরগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল আলম জানান, বদলি পরীক্ষার্থীদের মধ্যে একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।