চুয়াডাঙ্গায় নারী নির্যাতন নির্মূল করতে শোভাযাত্রা সেমিনার
সমাজের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন করতে পারলেই সমাজ থেকে নারী নির্যাতন নির্মূল সম্ভব হবে। চুয়াডাঙ্গায় নারী নির্যাতন নির্মূলকরণে প্রচারাভিযান পক্ষ ২০১৫ উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা এই মন্তব্য করেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আবদুল আওয়ালের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আবদুর রাজ্জাক। অন্যদের মধ্যে জেলা ব্র্যাকের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক মোশতাক আহমেদ, সাংবাদিক শাহ আলম, নারী নেত্রী আছিয়া খাতুন, রূপালী খাতুন ও সালমা খাতুন বক্তব্য দেন।
সেমিনারের আগে বেলা ১১টায় মহিলাবিষয়ক অধিদপ্তর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শেষ হয়। এবারের স্লোগান ছিল ‘নারী নির্যাতন মানব না, প্রতিকারে প্রতিরোধে সোচ্চার হব’।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, মহিলাবিষয়ক অধিদপ্তর, ব্র্যাক ও সূর্যের হাসি ক্লিনিক যৌথভাবে শোভাযাত্রা ও সেমিনারের আয়োজন করে।