পিরোজপুরে মহিলা আ. লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলন শুরু হয়।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা লায়লা পরভীনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের সংসদ সদস্য এ কে এম এ আউয়াল।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোরশেদা বেগম লিপি।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য বেগম জেবুন্নেছা আফরোজ, মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শিরিন বেগম, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক শিখা রানী সরকার। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।