রাতে বাগরাম ঘাঁটি ছেড়েছে মার্কিন সেনারা
মার্কিন সেনারা রাতের অন্ধকারে আফগানিস্তানের বাগরামে তাদের গুরুত্বপূর্ণ সামরিক বিমানঘাঁটি ছেড়ে চলে গেছে। এ ব্যাপারে আফগান কর্তৃপক্ষকে মার্কিন সেনারা কিছু জানায়নি বলে নিশ্চিত করেছেন ওই ঘাঁটির নতুন কমান্ডার।
বাগরামের নতুন কমান্ডার জেনারেল আসাদুল্লাহ কোহিস্তানি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, মার্কিনিরা শুক্রবার ভোররাত ৩টার দিকে সেখান থেকে চলে যায়। আফগান সামরিক বাহিনী এর কয়েক ঘণ্টা পর তা জানতে পারে।
বাগরাম বিমানঘাঁটিতে একটা কারাগারও আছে এবং সেই কারাগারে এখনও বন্দি রয়েছেন পাঁচ হাজারের মতো তালেবান সদস্য। মার্কিন সেনা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে আফগানিস্তানের বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ দ্রুততার সঙ্গে গ্রহণ করছে তালেবান।
জেনারেল কোহিস্তানি সোমবার বলেন, আফগান সরকারি বাহিনী ধারণা করছে, তালেবান বাগরাম বিমানঘাঁটি দখলের জন্য হামলা চালাবে। বিমানঘাঁটিতে উপস্থিত সাংবাদিকদের জেনারেল কোহিস্তানি বলেন, বিমানঘাঁটির নিকটবর্তী ‘গ্রাম এলাকায় তালেবানের তৎপরতার’ কিছু খবর তারা এরই মধ্যে পেয়েছেন।
‘মার্কিনিদের সঙ্গে যদি আমাদের বাহিনীর তুলনা করেন, তাহলে বলব আমাদের সঙ্গে তাদের অনেক পার্থক্য রয়েছে,’ বলেন জেনারেল কোহিস্তানি। ‘তবে আমাদের সাধ্য অনুযায়ী আমরা দেশের মানুষকে নিরাপত্তা ও সুরক্ষা দিতে যথাসাধ্য চেষ্টা করছি।’
গত শুক্রবার যুক্তরাষ্ট্র ঘোষণা করে যে, তারা বাগরাম খালি করে চলে গেছে, যা তারা করেছে পূর্ব-ঘোষিত চূড়ান্ত সময়সীমার আগেই।
এ বছরের গোড়ার দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছিলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সামরিক মিশন শেষ করে ১১ সেপ্টেম্বরের মধ্যে সব সেনা প্রত্যাহার করে নেবে।
মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে যখন চলে যাচ্ছে, তখন সাম্প্রতিক কয়েক সপ্তাহে তালেবান খুব দ্রুত দেশটির বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে। এরই মধ্যে গ্রামাঞ্চলের বেশ কিছু জেলা ও পার্শ্ববর্তী বড় আফগান শহরগুলোর নিয়ন্ত্রণ তারা গ্রহণ করেছে।
গভীর রাতে বাগরাম থেকে মার্কিন সেনাদের চলে যাওয়ার পর সামরিক ঘাঁটিটির নিয়ন্ত্রণ এখন যে আফগান বাহিনীর হাতে ন্যস্ত হলো, তাদের কাছে সরঞ্জাম ও কারিগরি অভাব থাকছে এবং এর ফলে তাদের জন্য তালেবানকে প্রতিহত করা কঠিন হয়ে উঠবে।
জেনারেল কোহিস্তানির অধীনে রয়েছে প্রায় তিন হাজার সেনা যা সেখানে মোতায়েন মার্কিন বাহিনীর তুলনায় খুবই কম। বিমানঘাঁটিতে মার্কিন ও জোট বাহিনী মিলিয়ে সেনা সংখ্যা ছিল আরও অনেক বেশি।
এদিকে আফগানিস্তানের উত্তরে তালেবানের সঙ্গে যুদ্ধরত প্রায় এক হাজার আফগান সেনা সীমান্ত পেরিয়ে সোমবার তাজিকিস্তানে পালিয়ে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।