ঈদে ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবনের গল্পে ৭ নাটক
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইডিএলসি ফাইন্যান্স নিয়ে আসছে ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবনের গল্প অবলম্বনে নির্মিত সাতটি একক নাটক। স্বনামধন্য নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের তত্ত্বাবধায়নে নির্মিত এ নাটকগুলো প্রচার হবে টানা সাত দিন।
নাটকগুলো ঈদের সাত দিন রাত ৯টায় জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির পর্দায় এবং পরবর্তী সময়ে এনটিভি ও আইডিএলসির ইউটিউব চ্যানেলে প্রচার হবে।
ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবনের অনুপ্রেরণার গল্প অবলম্বনে আইডিএলসির উদ্যোগে নির্মিত সাতটি নাটকের মধ্যে তিনটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান এবং দুটি পরিচালনা করেছেন ময়ূখ বারী ও বাকি দুটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু ও পথিক সাধন।
নাটকের প্রচারক্রম
ঈদের দিন রাত ৯টায় এনটিভিতে প্রচার হবে ‘সময়’, নাটকটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও নীলাঞ্জনা নীলাসহ অনেকে।
ঈদের দ্বিতীয় দিন রাত ৯টায় এনটিভিতে প্রচার হবে ‘স্রোতের বিপরীতে’, পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র ও কেয়া পায়েলসহ অনেকে।
ঈদের তৃতীয় দিন রাত ৯টায় এনটিভিতে প্রচার হবে ‘মুখোশ’, যেটি পরিচালনা করেছেন ময়ূখ বারী। নাটকটিতে অভিনয় করেছেন এফ এস নাঈম, সারিকা সাবাহসহ অনেকে।
ঈদের চতুর্থ দিন রাত ৯টায় এনটিভিতে প্রচার হবে ‘নট আউট’, যেটি পরিচালনা করেছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুমানা রশীদ ঈশিতা, ওয়াহিদা মল্লিক জলি, খাইরুল বাসারসহ অনেকে।
ঈদের পঞ্চম দিন রাত ৯টায় এনটিভিতে প্রচার হবে ‘সাথী’, পরিচালনা করেছেন ময়ূখ বারী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানভীন সুইটি, সাহেদ আলীসহ অনেকে।
ঈদের ষষ্ঠ দিন রাত ৯টায় এনটিভিতে প্রচার হবে ‘প্রেসক্রিপশন’, যেটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। বিভিন্ন ভূমিকায় রয়েছেন সাফা কবির, জুনায়েদসহ অনেকে।
ঈদের সপ্তম দিন রাত ৯টায় এনটিভিতে প্রচার হবে ‘বিপরীতে তুমি আমি’, যেটি পরিচালনা করেছেন পথিক সাধন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও নাদিয়া মিম।
এ প্রসঙ্গে নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে জীবনমুখী গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি। এই সিরিজে এমন কিছু গল্প নিয়ে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আশা করি, কাজগুলো ভালো লাগবে দর্শকের।’
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের গ্রুপ চিফ মার্কেটিং অফিসার জানে আলম রোমেল বলেন, ‘ক্ষুদ্র উদ্যোক্তারা ব্যবসায় পরিচালনার দিকনির্দেশনা এবং প্রয়োজনীয় অর্থায়ন পেতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। এই সমস্যাগুলোর সমাধানই এই নাটকগুলোতে বিনোদনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। প্রথম বারের মতো কোনো আর্থিক প্রতিষ্ঠান এই ধরনের উদ্যোগ নিয়েছে। আশা করছি, নাটকগুলো দর্শকের ভালো লাগবে এবং সেই সঙ্গে তাঁরা এসএমই ফাইন্যান্সিং সম্পর্কে জানতে পারবেন।’
মূলত নাটকগুলোতে গল্পের মাধ্যমে এসএমই উদ্যোক্তাদের জন্য বিভিন্ন শিক্ষণীয় বিষয় তুলে ধরা হয়েছে, যা উদ্যোক্তাদের ব্যবসায় পরিচালনা ও উত্তরোত্তর উন্নতি সাধনে সহায়ক হবে বলে তাঁদের বিশ্বাস।