ঈদে ছয় দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ছয় দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে দেশের অন্যতম বৃহৎ এ স্থলবন্দর দিয়ে আজ মঙ্গলবার থেকে ২৫ জুলাই রোববার পর্যন্ত ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
আখাউড়া আমদানি- রপ্তানিকারক অ্যাসোশিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, ঈদুল আজহা উপলক্ষে বন্দরে ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরও জানিয়ে দেওয়া হয়েছে। ২৬ জুলাই থেকে পণ্য রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে। তবে এ সময় আখাউড়া চেকপোস্ট দিয়ে মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি সাপেক্ষে যাত্রী পারাপার করতে পারবে।
প্রসঙ্গত, রপ্তানিমুখী এ বন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পাথর, মাছ, শুঁটকি, প্লাস্টিক ও খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্যসামগ্রী রপ্তানি হয়।