পবিত্র ঈদুল আজহায় এনটিভির বর্ণাঢ্য আয়োজনে ‘রহিম রূপবান’ শিরোনামে একটি একক নাটকে অভিনয় করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণ। রাসেল আজমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন পথিক সাধন। নাটকে ফারিণ অভিনয় করেছেন কাজের মেয়ে ওরফে টিকটকার রূপসী রূপবান চরিত্রে। নাটকটি প্রচার হবে ঈদের পঞ্চম দিন রাত ৭টা ৫৫ মিনিটে। নাটকটির শুটিং চলাকালে ক্যামেরাবন্দি হয়েছেন ফারিণ। ছবি : মোহাম্মদ ইব্রাহিম