মোবাইলে আর্থিক সেবা দিতে অঙ্গপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবে ইউসিবি
গ্রাহকদের মোবাইলের মাধ্যমে আর্থিক সেবা (এমএফএস) দিতে নতুন অঙ্গপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের পরিচালনা পর্ষদ। বিষয়টি নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে নতুন অঙ্গপ্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন দাঁড়াবে পাঁচ কোটি টাকা। এই প্রতিষ্ঠানে ইউসিবিএলের ৫১ শতাংশ মালিকানা থাকবে।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পক্ষ থেকে ৩০ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়েছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, গত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে চার টাকা ৪২ পয়সা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২৬ টাকা ৯৩ পয়সা ও কর-পরবর্তী নিট মুনাফা (এনএভি) ৩৭০ কোটি তিন লাখ ৩০ হাজার টাকা।
কোম্পানিটি ২০১৩ সালের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। ওই হিসাব বছরে এর কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩০৬ কোটি ৯৩ লাখ ৬০ হাজার টাকা, ইপিএস তিন টাকা ৬৭ পয়সা ও শেয়ারপ্রতি এনএভি ২৪ টাকা ৫১ পয়সা।
গত এক মাসের মধ্যে এ কোম্পানির শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১৯ টাকা ৪০ পয়সা ও সর্বোচ্চ ২১ টাকা ২০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত ৬ দশমিক ২৬।