২১ বছর পরে : মনিরা মিঠুর চোখে জল, অন্তর্জালে প্রশংসা
‘জিয়াউল ফারুক অপূর্ব, ছোট্ট বাচ্চা অপূর্ব (তারিফ), মাহমুদুর রহমান হিমি তোমাদের জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে পারলে একটু স্বাভাবিক হতাম। আমি আর কত দিনই বা বাঁচব, আমাদের দর্শকদের বলছি, ২১ বছর পরে হলেও আমাকে স্মরণ করবেন...।’ নিজের অভিনীত ঈদ নাটক ‘২১ বছর পরে’ দেখে অন্তর্জালে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠু।
শুধু কি তিনি, অন্তর্জালের নাটক সংশ্লিষ্ট গ্রুপে তুমুল প্রশংসা পাচ্ছে মা ও সন্তানের সম্পর্কের গল্পের এই নাটক। শুধু দেশে নয়, ভারত থেকেও নাটকটি দেখে আবেগে ভাসার কথা জানিয়েছেন অনেকে।
মৌসুমী রায় ইউটিউবের কমেন্ট-বক্সে মন্তব্য করেছেন, ‘কাঁদিয়ে দিলে হিমি ভাইয়া, এক কথায় অসাধারণ অসাধারণ অসাধারণ; মা শব্দটাই এমন একটি শব্দ। অসাধারণ অভিনয় তিন জনেরই। কী লিখব, ভাষা খুঁজে পাচ্ছি না। এক কথায় অনবদ্য। অসংখ্য ধন্যবাদ পরিচালক হিমি ভাইয়াকে, ধন্যবাদ মনিরা মিঠু আপুকে, ধন্যবাদ ফারিণকে, আর অপূর্ব তো অপূর্বই, বাদ আরও ধন্যবাদ ইউনিটের সকল টিমকে। এত সুন্দর একটি নাটক উপহার দেওয়ার জন্য।’
নাটকটি দেখে ভারত থেকে সব্যসাচী দাশগুপ্ত ইউটিউবের কমেন্ট বক্সে মন্তব্য করেছেন, ‘কলকাতা থেকে বলছি। খুব সুন্দর নাটক, গল্পটা অসাধারণ, সবার অভিনয়ে নাটকটা প্রাণবন্ত হয়ে উঠেছে, সবাইকে অভিনন্দন।’
রাসেল নামের একজন দর্শক ইউটিউবের কমেন্ট বক্সে মন্তব্য করেছেন, ‘বাংলাদেশের নাটকের জনপ্রিয়তা আমাদের ভারতবর্ষে বিশাল ভাবে ছড়িয়ে পড়েছে। আমাদের ভারতবর্ষের সিরিয়ালগুলোর থেকে হাজার গুণে ভালো এই নাটকগুলো...।’
গত ২৩ জুলাই এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশের পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় চার লাখ ভিউ হয়েছে। ইউটিউব ট্রেন্ডিংয়ে বাংলাদেশে ৪৩ নম্বরে অবস্থান করছে। এ ছাড়া ফেসবুকেও নাটকটির ক্লিপ সাড়া ফেলেছে, ১৫ ঘণ্টায় ছয় লাখ ভিউ হয়েছে একটি ক্লিপ।
নাটকটি নিয়ে এমন আলোচনা প্রসঙ্গে নির্মাতা মাহমুদুর রহমান হিমির ভাষ্য, ‘আমরা পুরো টিম এই নাটকটি নিয়ে অনেক আশাবাদী ছিলাম। বিশেষ করে নাটকটির গল্প নিয়ে। প্রচার হওয়ার পর দেশের কয়েক জন গুণী নির্মাতা ফোন করে প্রশংসা করেছেন। এ ছাড়া ভারতসহ অন্য দেশ থেকে ভক্তরা তাঁদের ভালো লাগার কথা জানাচ্ছেন ফেসবুকে ফোন করে। ফেসবুকে নাটককেন্দ্রিক গ্রুপগুলোতে দুই বাংলা থেকে তাঁদের ভালো লাগার কথা জানাচ্ছেন।’
মাহমুদুর রহমান হিমি আরও যুক্ত করেছেন, ‘ভালো একটা কাজের পেছনে অনেক পরিশ্রম করতে হয়। সেই পরিশ্রমের পর যখন দর্শক তাঁদের ফিডব্যাক জানান, তখনই কাজটা সার্থকতা খুঁজে পায়। আমি আমাদের দর্শক ও পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তাঁদের ভালো লাগার কথাগুলো জানানোর জন্য।’