সাদুল্যাপুরে ইউপির চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটে রবিউল ইসলাম (৫০) নামে সম্ভাব্য এক চেয়ারম্যান পদপ্রার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া এলাকায় খোলা মাঠের একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রবিউল পাঁচ বছর ধরে রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামে থাকতেন।
স্থানীয়রা জানান, রবিউল ইসলাম পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এ জন্য তিনি ব্যানার, পোস্টার করে এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছিলেন।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক রেজাউল করীম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।