সংসার করতে অস্বীকৃতি, এসিড দিয়ে বর্বরতা
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা গ্রামে এক গৃহবধূর ওপর এসিড নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তাঁর স্বামী আবদুল কুদ্দুসকে আটক করেছে।
গৃহবধূর অভিযোগ, নির্যাতনকারী স্বামীর সংসার করতে অস্বীকৃতি জানানোয় তাঁর স্বামী এসিড নিক্ষেপ করেছে।
এসিডদগ্ধ গৃহবধূ কোহিনূর বেগম (৪০) বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
চার সন্তানের জননী কোহিনূর জানান, ছোটখাট পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই তাঁর স্বামীর সঙ্গে ঝগড়া হতো। এ ঘটনায় স্বামী তাঁকে প্রচণ্ড মারধর করত। এভাবে মারধর করায় দুই মাস আগে একই গ্রামে তাঁর বাবার বাড়িতে চলে যান। তাঁর সঙ্গে দুই মেয়েও তাঁর বাবার বাড়িতে ছিলেন।
কোহিনূর আরো জানান, নিয়মিত নির্যাতনের শিকার হওয়ায় তিনি স্বামীর সংসার করতে অস্বীকৃতি জানান। এতে স্বামী মারাত্মকভাবে ক্ষেপে যায়। গতকাল সোমবার দিবাগত রাত ২টার স্বামী আবদুল কুদ্দুস তাঁর শয়নকক্ষের টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে এবং তাঁর পরনের কাপড় সরিয়ে যৌনাঙ্গে এসিড নিক্ষেপ করে। এ সময় তাঁর চিৎকার শুনে পাশে ঘুমিয়ে থাকা অন্য দুই মেয়ে জেগে ওঠে এবং কুদ্দুসকে চিনতে পারে। আজ বেলা ১১টায় স্বজনরা তাঁকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে জানতে চাইলে পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ননী গোপাল বলেন, হাসপাতালের চিকিৎসক ফারহানা রহমান এসিডদগ্ধ কোহিনূরকে দেখেছেন। ফারহানা জানিয়েছেন, এসিডে কোহিনূরের যৌনাঙ্গ ও দুই ঊরুর নয় থেকে ১০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ব্যাপারে নেছারাবাদ থানার উপপরিদর্শক (এসআই) মোতালেব হোসেন জানান, তাঁরা বিষয়টি তদন্ত করে দেখছেন। জিজ্ঞাসাবাদের জন্য কোহিনূরের স্বামী কুদ্দুসকে আটক করেছেন।