আইএসবিরোধী যুদ্ধে শামিল জার্মানিও
সিরিয়ায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধে শামিল হলো জার্মানিও। সর্বশেষ ফ্রান্সের রাজধানী প্যারিসে আইএসের ভয়াবহ হামলার পর আইএসের বিরুদ্ধে যুদ্ধে যেতে মত দিয়েছে দেশটির পার্লামেন্ট। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের আইএসের বিরুদ্ধে আন্তর্জাতিক সামরিক তৎপরতা বৃদ্ধির আহ্বানে সাড়া দিয়ে মঙ্গলবার দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে।
গত মাসে প্যারিসে হামলায় ১৩০ জন নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে ইউরোপের অন্যতম ক্ষমতাধর দেশটি সিরিয়ায় সামরিক হামলা শুরুর সিদ্ধান্ত নিল। এর আগে ইরাকে কুর্দিদের অস্ত্র ও সামরিক প্রশিক্ষণ দিলেও ওই অঞ্চলে জার্মানি এবার সরাসরি সামরিক তৎপরতায় যুক্ত হচ্ছে।
এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও রাশিয়ার নেতৃবৃন্দের সঙ্গে মিটিং করে আইএসের বিরুদ্ধে ‘বৃহৎ ও একক জোট’ গড়ার আহ্বান জানিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ।
এক জার্মান বিবৃতির বরাত দিয়ে রয়টার্স জানায়, প্রাথমিকভাবে জার্মানি সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ১২০০ সৈন্য ও পরিদর্শক বিমান পাঠাবে।
তবে জার্মান সংসদের বামপন্থী গ্রীন পার্টির সাংসদরা সিরিয়ায় সামরিক অভিযানের সমালোচনা করেন। তাঁরা বলেন, সামরিক উপায়ে এ যুদ্ধ জেতা সম্ভব নয়।