শেরপুরে বজ্রপাতে শিশুসহ চারজনের মৃত্যু
শেরপুরে বজ্রপাতের এক শিশুসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটে।
মৃতদের মধ্যে সদর উপজেলার একজন, ঝিনাইগাতীর দুইজন ও নকলায় একজন রয়েছেন।
আজ দুপুরের দিকে প্রচণ্ড বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিন উপজেলার চারজন মারা যান। মৃতদের মধ্যে ১১ বছরের শিশু আরমান রয়েছে। তার বাড়ি ঝিনাইগাতী উপজেলায়। সে শ্রীবরদীতে নানা বাড়িতে বেড়াতে গিয়ে বজ্রপাতে মারা যায়।
এছাড়া দুপুরের দিকে বজ্রপাত হল ঝিনাইগাতীর মালিঝিকান্দা ইউনিয়নের ইছামারিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে কিশোর রাসেল মিয়া (১৫) নিহত হয়।
অপরজন সদর উপজেলায় দড়িপাড়া গ্রামের কৃষক ঝন্টু মিয়া। তিনি দুপুরের দিকে জমিতে কাজ করার সময় বজ্রপাত হলে মারা যান। এছাড়া নকলা উপজেলায় বজ্রপাতে আজিজুল হক (৩৬) নামের আরেকজন মারা যান।
ঝিনাইগাতী উপজেলা কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।