যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি
লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধারা যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।
হানাদারমুক্ত দিবস উপলক্ষে এক সমাবেশে তাঁরা এই দাবি জানান।
আজ শুক্রবার (৪ ডিসেম্বর) মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের উদ্যোগে র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়।
দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে। এতে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার কাজল কান্তি দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মো. জিল্লুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমা, পৌরসভার মেয়র আবু তাহের প্রমুখ।
এ সময় বক্তারা মুক্তিযুদ্ধ চলাকালে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবি জানান।
লক্ষ্মীপুর ১৯৭১ সালের এই দিনে হানাদার বাহিনীর কাছ থেকে মুক্ত হয়।