পিরোজপুরে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী পালিত
গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
কলেজ ছাত্র সংসদ আয়োজিত এ অনুষ্ঠানে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান শাহীন রেজা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সমরজিৎ হাওলাদার, পদার্থবিজ্ঞানের বিভাগীয় প্রধান দেলোয়ার হোসেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সদানন্দ গাইন, সাবেক ছাত্র নাজমুল ইসলাম তুহিন, কলেজ ছাত্র সংসদের ভিপি মাসুদ আহম্মেদ রানা, জিএস সাব্বির আহম্মেদ, এজিএস ইমাম হোসেন ডালিম প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।