সিডনিতে লকডাউন বাড়ল আরও এক মাস, আংশিক কারফিউ জারি
অস্ট্রেলিয়ার বৃহত্তম নগরী সিডনিতে নভেল করোনাভাইরাসজনিত মহামারির বিস্তার রোধে দুই মাসের চলমান লকডাউনের মেয়াদ আজ শুক্রবার আরও এক মাস বাড়ানো হয়েছে এবং আংশিক কারফিউ জারি করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সংবাদমাধ্যম ফ্রান্স ২৪ এ খবর জানিয়েছে।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের প্রধান প্রশাসনিক কর্মকর্তা গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান লকডাউন বাড়ানোর সিদ্ধান্তকে ‘কঠিন’ উল্লেখ করে এক ঘোষণায় বলেন, সিডনি নগরীর ৫০ লাখ লোককে ঘরে থাকতে বলার সময় এসেছে। দুর্ভাগ্যবশত করোনার সংক্রমণের সংখ্যা বাড়তে থাকায় সেপ্টেম্বরের শেষ পর্যন্ত লকডাউন বহাল থাকবে।
মহামারির সময় সিডনি নগরীতে বেশির ভাগ সময় খুব কমই ভাইরাসের সংক্রমণ দেখা গেছে, কিন্তু বর্তমানে এখানে দৈনিক ৬০০ লোক আক্রান্ত হচ্ছে। সেপ্টেম্বরেও সিডনিবাসীদের ঘরে থাকতে হবে এবং রাতে কারফিউ থাকবে। দিনে এক ঘণ্টার জন্য বাইরে ব্যায়াম করতে যাওয়া যাবে।