বগুড়ায় করোনা-উপসর্গে ১১ জনের মৃত্যু
বগুড়ায় ২৪ ঘণ্টায় তিনটি হাসপাতালে করোনা ইউনিটে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে ১১ জন। এর মধ্যে বগুড়া জেলার সাতজন, বাকি চারজন অন্য জেলার।
বগুড়া জেলার সাতজনের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে দুজন এবং উপসর্গ নিয়ে মারা গেছে পাঁচজন। এ সময়ে সুস্থ হয়েছে ৯৮ জন।
বগুড়ার যারা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তারা হলেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সদরের নূরজাহান (৭৫) ও ইসরাফিল প্রামাণিক (৮৫)।
আজ সোমবার অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বগুড়া সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা ডা. সাজ্জাদুল হক।
ডা. সাজ্জাদুল হক জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ২০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নতুন করে ৪৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ১৭ দশমিক ৬৯ শতাংশ।