ময়মনসিংহে করোনা-উপসর্গে ৫ জনের মৃত্যু, শনাক্ত ১৪৯
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় করোনায় চারজন এবং উপসর্গে একজনসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া আইসিইউতে চিকিৎসাধীন ১৩ জনসহ ১৯২ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এ ছাড়া জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭৮৬টি নমুনা পরীক্ষা করে ১৪৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
আজ মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
হাসপাতাল সূত্র জানায়, করোনায় মৃত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের খালেদা বেগম (৬৫), ফুলবাড়ীয়ার মোকসেদ আলী (৫৫), গফরগাঁওয়ের আনোয়ারা (৬৫), শেরপুরের নালিতাবাড়ির রঞ্জিত সাহা (৬০)।
আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন গাজীপুরের শরীফা খাতুন (৫৫)।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান এবং জেলা স্বাস্থ্য বিভাগ আজ সকালে এই তথ্য নিশ্চিত করেছে।