আফগান সাবেক মন্ত্রী এখন পিৎজা ডেলিভারি ম্যান?
আফগানিস্তানের সাবেক যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী সৈয়দ আহমদ শাহ সাদাত এখন জার্মানিতে পিৎজা ডেলিভারি পারসন হিসেবে কাজ করছেন। সম্প্রতি জার্মানিতে দেখা গেছে আফগানিস্তানের সাবেক এই মন্ত্রীকে। সেখানে তিনি লেইপজিগ শহরে পিৎজা সরবরাহের কাজ করছেন।
সম্প্রতি আল জাজিরার আরবি টুইটার অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, জার্মানির লেইপজিগ শহরে পিৎজা সরবরাহের কাজ করছেন আহমদ শাহ সাদাত। খবর হিন্দুস্তান টাইমসের।
আজ বুধবার আহমদ শাহ সাদাতের ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে কমলা রঙের পোশাক পরে, পিঠে ব্যাগ নিয়ে সাইকেল চালাতে দেখা গেছে।
সাইকেলে পিৎজা সরবরাহের সময় একজন জার্মান সাংবাদিক রাস্তায় সাদাতকে দেখেছেন বলে দাবি করেছেন। এক টুইটে ওই সাংবাদিক দাবি করেন, ‘কিছুদিন আগে আমি একজন ব্যক্তির সঙ্গে দেখা করেছিলাম। যিনি নিজেকে দুইবছর আগে আফগানিস্তানের যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী বলে দাবি করেছিলেন। আমি জিজ্ঞাসা করলাম তিনি লেইপজিগে কী করছেন? তিনি জানান, জার্মানিতে তিনি খাবার বিতরণের কাজ করেন।’
সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, সাদাত লেইপজিগ শহরেই বসবাস করছেন। গত বছরের ডিসেম্বরে তিনি আফগানিস্তান ত্যাগ করার পর জার্মানিতে গেছেন। তবে দেশ ছাড়ার বছর খানেক আগেই তিনি তাঁর পদ থেকে পদত্যাগ করেন।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, তারা সাদাতের সঙ্গে কথা বলেছে এবং সাদাত নিশ্চিত করেছেন যে ভাইরাল হওয়া ছবিগুলো তাঁরই। স্কাই নিউজ বলছে, তাঁর অর্থ ফুরিয়ে যাওয়ার পরে তিনি জার্মান কোম্পানি লিভ্রান্ডোর জন্য খাদ্য সরবরাহকারী পেশাদার হিসাবে কাজ শুরু করেন।