মিয়ানমারে রোহিঙ্গা সংখ্যালঘুদেরও টিকা দেওয়া হবে : সেনা মুখপাত্র
মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদেরও নভেল করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। শুক্রবার দেশটির ক্ষমতাসীন সামরিক কাউন্সিলের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
সামরিক কাউন্সিলের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সংখ্যালঘুরাও আমাদেরই দেশের মানুষ।’ রোহিঙ্গাদের কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘টিকাদান কার্যক্রমে আমরা কাউকেই বাদ রাখব না।’
রোহিঙ্গা সংখ্যালঘুদের বাঙালি হিসেবে উল্লেখ করেন তিনি।
সপ্তাহ দুয়েক আগে মিয়ানমারের রাখাইনের ক্যাম্পে থাকা রোহিঙ্গা মুসলমানদের কোভিড-১৯ টিকা দেওয়ার কোনো পরিকল্পনা দেশটির সরকারের নেই বলে জানানো হয়। সামরিক সরকারের নিয়োগপ্রাপ্ত রাখাইনের প্রশাসনিক কর্মকর্তা এ কথা বলেন।
রাখাইনের সিতওয়ে শহরের প্রশাসক কাইয়ো লুইন বার্তা সংস্থা রয়টার্সকে সেসময় বলেন, ‘প্রাথমিকভাবে ১০ হাজার ডোজ টিকা দেওয়া হচ্ছে। টিকা পাচ্ছেন বৃদ্ধ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সরকারি কর্মচারি-কর্মকর্তারা এবং বৌদ্ধ পুরোহিতেরা। পরে টিকা দেওয়ার পরিধি বৃদ্ধি করে জনসাধারণকেও অন্তর্ভুক্ত করা হবে। তবে সরকারের পরবর্তী পরিকল্পনায়ও রোহিঙ্গা মুসলমানদের নাম নেই।’