পিরোজপুরে বিএনপির প্রার্থীসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল
পিরোজপুরে বিএনপির মেয়র পদপ্রার্থী আবদুর রাজ্জাক মুনাম ও স্বরূপকাঠিতে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মেয়র পদপ্রার্থীর ছিদ্দিকুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া পিরোজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মজনু তালুকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়।
আজ রোববার দুই পৌরসভার রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে তাঁদের মনোনয়নপত্র বাতিল করেন।
পিরোজপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মানিকহার রহমান জানান, বিএনপির মনোনীত প্রার্থী রাজ্জাক মুনাম এইচএসসির জাল সনদ জমা দেওয়ায় এবং মনোনয়নপত্রে সমর্থনকারী মুনামের স্ত্রী একজন সরকারি চাকরিজীবী হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। পিরোজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মজনু তালুকদার পৌরসভার ঠিকাদার হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আরিফুল হক জানান, এনপিপির মেয়র পদপ্রার্থী মো. ছিদ্দিকুর রহমানের মনোনয়নপত্রের প্রস্তাবকারী ও সমর্থনকারীর সই না থাকায় বাতিল করা হয়েছে।