এইচএসসি পাসে ১৩০ জনকে নিয়োগ দেবে মেট্রোরেল
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (মেট্রোরেলের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান)। ৪৩টি ভিন্ন পদে মোট ১৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
পদসংখ্যা
৪৩টি ভিন্ন পদে মোট ১৩০ জনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি (ভোকেশনাল) পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ভাতা
বিভিন্ন পদের জন্য কোম্পানির বেতন স্কেল (গ্রেড) অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের নিম্নোক্ত ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনপত্রের নমুনা পাওয়া যাবে (www.dmtcl.gov.bd) এই ঠিকানায়।
ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল-১৪, ৭১-৭২ পুরাতন এ্যালিফেন্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ
৩০ সেপ্টেম্বর, ২০২১।
সূত্র: www.dmtcl.gov.bd
সংশোধনী বিজ্ঞপ্তি
পুরাতন বিজ্ঞপ্তি