বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু কেয়া পায়েলের, সময়টা ২০১৭ সাল। টিভি নাটকের বাইরে নায়িকা হয়েছেন সিনেমার। বর্তমানে একক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্তর্জালেও বেশ জনপ্রিয় কেয়া। ফেসবুকে ৪২ লাখ অনুসারী তাঁর। সেখানে প্রায়ই দারুণ কিছু আলোকচিত্র ভক্তদের সঙ্গে ভাগ করেন। চলুন, সেখান থেকে দেখে নেওয়া যাক তাঁর কিছু স্থিরচিত্র। ছবি : ফেসবুক থেকে