টেলিফোন শিল্প সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধনী, আবেদন করুন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস)। টেলিফোন শিল্প সংস্থায় ১৭টি ভিন্ন পদে মোট ৫৯ জনকে নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি টেলিফোন শিল্প সংস্থায় নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তির সংশোধনী প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম
কোম্পানি সচিব, উপমহাব্যবস্থাপক (কারিগরি), উপমহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব), প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার, সহকারী ব্যবস্থাপক (কারিগরি), সহকারী ব্যবস্থাপক (সাধারণ), কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক (কারিগরি), কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক (সাধারণ), কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক (হিসাব), কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক (অডিট), কনিষ্ঠ হিসাবরক্ষক, স্টোর কিপার, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী, বিক্রয় সহকারী, টেকনিশিয়ান।
পদসংখ্যা
মোট ৫৯ জন।
সংশোধনী
টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তির স্মরক নং-১৪.৩৬.০০০০.০০৭.১১.০০১.২১.১১৭ এর সংশোধনীতে আবেদন দাখিলের সময়সীমা বৃদ্ধি ও বয়সসীমা পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশোধনীগুলো হলো—
১. আবেদন দাখিলের শেষ তারিখ ৯ সেপ্টেম্বর এর পরিবর্তে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
২. প্রার্থীদের বয়স (সকল ক্ষেত্রে) ১০-০৮-২০২১ এর পরিবর্তে ২৫-০৩-২০২০ তারিখে বিবেচনা করা হবে। বিজ্ঞপ্তির অন্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।
বেতন
কোম্পানি গ্রেড ও বেতন স্কেল অনুযায়ী বেতন বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন (http://tss.teletalk.com.bd/) এই ঠিকানায়।
পূর্বের বিজ্ঞপ্তি
একাধিক পদে নিয়োগ দেবে টেলিফোন সংস্থা, আবেদন করুন অনলাইনেই
আবেদনের শেষ তারিখ
৩০ সেপ্টেম্বর, ২০২১।
সূত্র: http://tss.teletalk.com.bd/
বিস্তারিত বিজ্ঞপ্তিতে