মস্কোয় বিস্ফোরণে গুরুতর আহত ৪
রাশিয়ার রাজধানী মস্কোর একটি বাস স্টেশনে বিস্ফোরণে চারজন গুরুতর আহত হয়েছেন। মস্কো পুলিশের মুখপাত্র অ্যান্ড্রে গালিয়াকবেরভ রয়টার্সকে জানান, পোকরোভকা রোডের স্থানীয় একটি বাস স্টেশনের দুবৃর্ত্তদের ছোড়া বোমা বিস্ফোরিত হলে এই ঘটনা ঘটে। মুখপাত্র আরো জানান, কোনো গাড়ি বা বহুতল ভবন থেকে বোমাটি ছুড়ে মারে দুর্বৃত্তরা।
রয়টার্স জানিয়েছে, আহতদের মধ্যে তিনজন নারী এবং একজন পুরুষ আছেন। মস্কো পুলিশের বরাতে সংবাদসংস্থাটি আরো জানায়, স্থানীয় সময় সোমবার গভীর রাতে বাস ধরার জন্য মধ্য মস্কোর পোকরোভকা রোডের বাস স্টেশনে কয়েকজন দাঁড়িয়েছিলেন। আচমকাই একটি বিস্ফোরণ ঘটে এবং বাস স্টেশনের কাচ ভেঙে যায়। এতে স্টেশনে দাঁড়িয়ে থাকা তিন নারীসহ চারজন গুরুতর আহত হন।
বিস্ফোরণের পর পরই পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তবে কীভাবে এই বিস্ফোরণ ঘটল তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ‘আইইডি’ নামের বিস্ফোরকে তৈরি বোমা দিয়ে বিস্ফোরণটি ঘটানো হয়েছে।