মনোনয়নপত্র বাতিল হওয়া ১২ জনের আপিল
গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া ১২ কাউন্সিলর পদপ্রার্থী আপিল করেছেন। তবে এখন পর্যন্ত কোনো মেয়র পদপ্রার্থী আপিল করেননি।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া পৌরসভায় বিএনপি ও স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী এবং কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এসব মনোনয়নপত্র বৈধ করার জন্য গোপালগঞ্জ পৌরসভায় নয়জন কাউন্সিলর ও দুজন মহিলা কাউন্সিলর এবং টুঙ্গিপাড়ায় একজন কাউন্সিলর আপিল করেছেন। তবে ওই দুই পৌরসভায় বিএনপি ও স্বতন্ত্র মেয়র পদপ্রার্থীরা এখনো আপিল করেননি। আগামীকাল বুধবার বিকেল ৩টায় শুনানি অনুষ্ঠিত হবে।
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে এরই মধ্যে আওয়ামী লীগ, বিএনপিসহ বেশ কয়েকটি দল মনোনয়নপত্র জমা দিয়েছে। এরই মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ করেছে নির্বাচন কমিশন।