মেয়ের নামকরণে শ্বশুড়বাড়ি যাওয়ার পথে সড়কে প্রাণ গেল বাবার
রংপুরের বদরগঞ্জে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় অশোক কুমার সরকার নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সন্ধ্যার দিকে দুর্ঘটনাটি ঘটে উপজেলার মধুপুর ইউনিয়নের বোর্ডঘর এলাকায়।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগামীকাল মঙ্গলবার একমাত্র মেয়ের নামকরণ উপলক্ষে মোটরসাইকেলে রংপুর থেকে দিনাজপুরের বিরামপুরে যাচ্ছিলেন অশোক কুমার। বিরামপুরে খানপুর ইউনিয়নের রতনপুরে তার শ্বশুড়বাড়ি। আর তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায়। তিনি রংপুরের একটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রভাষক ছিলেন।
রংপুর-বদরগঞ্জ সড়কের বোর্ডঘর এলাকায় পৌঁছালে বদরগঞ্জ থেকে রংপুরগামী একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। একপর্যায়ে ট্রাকের একটি অংশে মোটরসাইকেলের হ্যান্ডল আটকে যায়। পরে ট্রাকচালক অন্তত ২০০ মিটার টেনে হেঁচড়ে নিয়ে যায় মোটরসাইকেলটিকে। এতে মারাত্মকভাবে আহত হন তিনি।
পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল খবর পেয়ে ঘটনাস্থল থেকে অশোক কুমার সরকারকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি মারা যান।
বদরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান বেগ বলেন, ‘দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের শরীরের বিভিন্ন স্থান ছিলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।’
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় এখনও কোনো মামলা হয়নি। ট্রাক ও মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।’