ঠাকুরগাঁওয়ে ওরাঁও সম্প্রদায়ের কারাম উৎসব অনুষ্ঠিত
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ে ওরাঁও নৃ-গোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় কারাম উৎসব। সদর উপজেলার গোবিন্দনগর মন্দিরপাড়া, পাঁচপীরডাঙ্গা, চণ্ডিপুরসহ নয়টি গ্রামে আয়োজন করা হয় এই উৎসব।
শুক্রবার রাতে নারী ঐক্য উন্নয়ন সংঘ নামে একটি সংগঠনের উদ্যোগে শহরের গোবিন্দনগরে উৎসব শুরু হয়। একটি বিশেষ কারাম গাছকে ঘিরে দুই দিন ধরে চলে তাদের পূজা-অর্চনা।
আজ শনিবার দুপুরে গাছটি টাঙ্গন নদীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় দুদিনের এই আয়োজন। পূজারিরা আয়-উপার্জন বৃদ্ধি ও করোনা থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন।
ভাদ্র মাসের শেষে মঙ্গলের প্রতীক হিসেবে কদমকেলী (তাদের ভাষায় কারাম) নামে বিরল প্রজাতির বৃক্ষকে ঘিরে ওঁরাও, মুণ্ডাসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষজন এ উৎসবের আয়োজন করে। এই উৎসব বিচ্ছিন্নভাবে ওঁরাও সম্প্রদায়ের মানুষরা পালন করবে আশ্বিন মাসের শেষ পর্যন্ত।